বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শনিবার মহানগর কমিটির উদ্যোগে জামালখানস্থ একটি কনভেনশান হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিষদের সভাপতি প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন চবি নৃ–তত্ত্ব বিভাগের প্রফেসর ড. রাহমান নাসির উদ্দিন। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। সভায় আরো বক্তব্য দেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পালিত, উত্তর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইন্দু নন্দন দত্ত, কাউন্সিলর নিলু নাগ ও রুমকি সেনগুপ্ত, সুমন কান্তি দে, অ্যাডভোকেট রুবেল পাল, অমিত পালিত। শেষে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষ্যে আন্দরকিল্লা হতে র্যালি জামালখান সভাস্থলে গিয়ে শেষ হয় এবং মহানগরের নব–নির্বাচিত কমিটির সকলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।










