শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ ও পরিবেশবান্ধব জাহাজ রিসাইক্লিংয়ের জন্য আন্তর্জাতিক সনদ পেল জাহাজ রিসাইক্লিং ব্যবসার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মেসার্স এস. এন. কর্পোরেশন। সমপ্রতি তারা তাদের ইউনিট–২ (শীতলপুর ইয়ার্ড) এ হংকং কনভেনশন ২০০৯ –এর জন্য Class NK(Nippon Kaiji Kzokai) দ্বারা সনদপ্রাপ্ত হয়েছে।
গত ২১ মে মেসার্স এস. এন. কর্পোরেশনের শীতলপুর ইয়ার্ড প্রাঙ্গনে উক্ত সনদপত্র হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ClassNK এর জেনেরাল ম্যানেজার (জাপান) মিঃ জুনিচি হিরাথা মেসার্স এস. এন. কর্পোরেশনের চেয়ারম্যান শওকত আলী চৌধুরীকে সনদপত্রটি হস্তান্তর করেন। একই সময়ে জাপান শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের (জেএসএ) ভাইস প্রেসিডেন্ট মিঃ তোমোদা কেজির নেতৃত্বে ১৫ সদস্যের একটি দল ইয়ার্ড পরিদর্শন করেন এবং সার্টিফিকেট হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ বরকত উল্লাহ (সিইও), মো. নঈমুল হক (পরিচালক), ক্যাপ্টেন মোরশেদ ইয়াকুব (সিওও), মোহাম্মদ মাহবুবুর রহমান (কনসালটেন্ট), ক্যাপ্টেন মোহাম্মদ সিরাজুল মাওলা (কনসালটেন্ট), ডা. অনিল শর্মা (জিএমএসের সিইও), মো. আবু তাহের (বিএসবিআরএ সভাপতি) এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।










