পটিয়া পৌরসদরের তালতলা চৌকি এলাকায় মহিউদ্দীন টাওয়ারের পাশে মেসার্স মনোয়ারা ট্রেডিংয়ে প্রতিলিটার তরল দুধে ১০০ মিলিলিটার কম দিয়ে দীর্ঘদিন ধরে ওজনে কারচুপি করে আসছিল ব্যবসায়ী আবদুল আজিজ। প্রতি ৫০০ গ্রাম প্যাকেটে ৫০ গ্রাম করে কম দুধ দিয়ে আসছিল এ ব্যবসায়ী। সে হিসেবে নিজস্ব খামারে উৎপাদিত প্রতি লিটার প্যাকেটে ১০০ গ্রাম দুধ কম দিয়ে ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছিল এ ব্যবসায়ী। অবশেষে গতকাল রবিবার সকালে পটিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনাকালে অভিযুক্ত মেসার্স মনোয়ারা ট্রেডিংয়ের মালিক আবদুল আজিজকে ওজনে কারচুপির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে পৌর সদরের তালতলা চৌকি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় এক লিটারের তরল দুধের প্যাকেটে ১০০ মিলিলিটার কম দেওয়ায় আবদুল আজিজ নামের এক দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে উপজেলার বিভিন্ন বাজারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।