ওসি প্রদীপের সম্পদের খোঁজে সাত দেশে দুদকের চিঠি

আজাদী প্রতিবেদন | সোমবার , ২২ মে, ২০২৩ at ৭:৪১ পূর্বাহ্ণ

টেকনাফের সাবেক ওসি (বরখাস্ত) প্রদীপ কুমার দাশের সম্পদের খোঁজে সাত দেশে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক, সমন্বিত জেলা কার্যালয়২ এর সহকারী পরিচালক নুরুল ইসলাম প্রধান কার্যালয়ের মানি লন্ডারিং শাখার মাধ্যমে এবং মানি লন্ডারিং শাখা বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) মাধ্যমে গত মাসে সাত দেশে চিঠিগুলো পাঠান। সাত দেশ হলোভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গতকাল দুদক কর্মকর্তা নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এই ওসি প্রদীপ কুমার দাস। সমপ্রতি দুদকের দায়ের করা মামলাতেও তার সাজা হয়। একই মামলায় তার স্ত্রী চুমকি কারণকেও সাজা দেওয়া হয়। এ অবস্থায় বিদেশে প্রদীপের কোনো সম্পদ রয়েছে কী না তা খুঁজে দেখার কাজ করছে দুদক। বিদেশে পাঠানো চিঠিগুলোর উত্তরে কিছু পাওয়া গেলে সেই অনুযায়ী প্রদীপের বিরুদ্ধে নতুন করে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে দুদকসূত্র।

পূর্ববর্তী নিবন্ধএকনেকে ওঠার বাধা কাটছে
পরবর্তী নিবন্ধচন্দনাইশে অবৈধ ২৫টি ইটভাটা বন্ধে নোটিশ