পাহাড়তলী হাজী ক্যাম্প চালুর দাবি

কক্সবাজারে হজ প্রশিক্ষণে বক্তারা

| রবিবার , ২১ মে, ২০২৩ at ৭:১৪ পূর্বাহ্ণ

হজযাত্রী কল্যাণ পরিষদের উদ্যোগে কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্‌রাসা মিলনায়তনে গতকাল শনিবার হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ দেন পরিষদের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরী। মাদ্‌রাসা অধ্যক্ষ রহমত সালামের সভাপতিত্বে প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ ও..ম রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন সালেহ আহমদ সুলেমান, মাওলানা মাহমুদুল হক। প্রশিক্ষণে সকল হজযাত্রীকে বিনামূল্যে পুস্তক প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ডা. মো. ছমি উদ্দিন, ডা. আবু সায়েদ, ডা. আবুল খায়ের, এমদাদ উল্লাহ, নুরুল ইসলাম। মোনাজাত পরিচালনা করেন মুফতি আতাউল্লাহ মুহাম্মদ নোমান। প্রশিক্ষণে আহমদুল ইসলাম চৌধুরী বলেন, হজ ধর্মীয় পুণ্যময় সফর। হজ ও ওমরাহকারীগণ আল্লাহুতালার আমন্ত্রিত মেহমান। হজের সফরকে গুরুত্ব দিতে হবে যাতে পবিত্রতা রক্ষা থাকে। তিনি হাজীগণকে ধৈর্য্যের সাথে সহনশীলতার পরিচয় দেয়ার আহ্বান জানান। বক্তারা চট্টগ্রাম বিভাগীয় হজ অফিস হিসেবে পাহাড়তলী হাজী ক্যাম্পকে অতিসত্বর চালু করার জন্য সরকারের নিকট দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসি আইন বিভাগের বিদায় অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধতেল-চিনি-পেঁয়াজ সিন্ডিকেটের কানামাছি খেলা কয়দিন চলবে : প্রশ্ন সুজনের