বনফুল ও এপিক হেলথ কেয়ারের সেবা চুক্তি

| শনিবার , ২০ মে, ২০২৩ at ৮:২৭ অপরাহ্ণ

বনফুল এন্ড কোং সাথে স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে বন্দরনগরীর একমাত্র আইএসও: ১৫১৮৯ অ্যাক্রিডিটেশন প্রাপ্ত ল্যাব এপিক হেলথ কেয়ার।

চুক্তি অনুষ্ঠানে বনফুল এন্ড কোং এর পক্ষে স্বাক্ষর করেন মো: ওয়াহিদুল ইসলাম-ম্যানেজিং ডিরেক্টর এবং এপিক হেলথ কেয়ারের পক্ষে টি এম হান্নান – এক্সিকিউটিভ ডিরেক্টর,সেলস এন্ড মার্কেটিং।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপিক হেলথ কেয়ারের মোঃ জসিম উদ্দিন-ডাইরেক্টর বিজনেস ডেভেলপমেন্ট, মোঃ আমিরুল ইসলাম-এজিএম (সেলস এন্ড মাকেটিং), সুমন রঞ্জন ভৌমিক-এজিএম (সেলস এন্ড মাকেটিং), সাইফুল ইসলাম এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কর্পোরেট বিজনেস অ্যান্ড ব্র্যান্ড এবং বনফুল এন্ড কোং এর পক্ষে মোঃ আমানুল আলম-জিএম, মোহাম্মদ রিদওয়ান (রুবেল)-ডিজিএম (একাউন্টস এন্ড ফিন্যান্স) প্রমুখ।
এ চুক্তির ফলে বনফুল এন্ড কোং এর কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারবর্গ এপিক হেলথ কেয়ারের সকল সেবায় বিশেষ সুবিধা লাভ করবে।

পূর্ববর্তী নিবন্ধবিদ‌্যুৎস্পৃষ্টে মারা যাওয়া সাকিবুলের ওমা‌নে যাওয়া হ‌লো না আর
পরবর্তী নিবন্ধকক্সবাজারে পুলিশের সাবেক এসআই ২ সহযোগীসহ আটক