বিদ‌্যুৎস্পৃষ্টে মারা যাওয়া সাকিবুলের ওমা‌নে যাওয়া হ‌লো না আর

বাঁশখালী প্রতি‌নি‌ধি | শনিবার , ২০ মে, ২০২৩ at ৭:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউ‌নিয়‌নের পূর্ব চাম্ব‌লে বা‌ড়ির গা‌ছে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. সাকিবুল ইসলাম (২০) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

আজ শনিবার (২০ মে) সকালে সংঘ‌টিত ঘটনায় নিহত সা‌কিব উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৫ নম্বর ওয়ার্ডের আলহাজ্ব আবুল কাশেমের পুত্র।

আগামী মঙ্গলবার (২৩ মে) সাকিবুল ইসলামের ওমানে চলে যাওয়ার কথা। বিমান টিকেটও করা হয়ে গিয়েছিল। এর পূর্বেই তার মৃত‌্যু হওয়ায় ওমা‌নে যাওয়া হলো না আর।

নিহ‌তের প‌রিবা‌রের সদস‌্যরা জানান, সাকিবুল সকালে তার বাড়ির পাশের আম গাছে উঠেছিলেন আম পাড়ার জন্য। গাছের পাশে বিদ্যুতের তার ছিল। আম পাড়ার সময় অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করে চাম্বলের স্থানীয় এক‌টি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে কর্তব্যরত ডা. ইমরুল কায়েস ব‌লেন, “বিদ্যুৎস্পৃষ্ট সাকিবকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল।”

পূর্ববর্তী নিবন্ধ১৪ বছর পর গ্রেফতার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামী
পরবর্তী নিবন্ধবনফুল ও এপিক হেলথ কেয়ারের সেবা চুক্তি