কাপ্তাই উপজেলায় মো. আবু তৈয়ব আলী (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত তৈয়ব ওই এলাকার মৃত মো. শরীফ আলীর ছেলে।চন্দ্রঘোনা থানার ওসি মো. শফিউল আযম বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি ঘটেছে রাইখালী ইউনিয়নের রিফিউজিপাড়া নামক এলাকায়। পারিবারিক কলেহের জেরে ঐ যুবক নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে শাড়ি কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দেন বলে স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানান ওসি। এছাড়া মৃত যুবক মাদকাসক্ত ছিলেন বলেও পুলিশ সূত্রে জানা গেছে। চন্দ্রঘোনা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি মর্গে পাঠায়।