কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনাস্থ কেপিএমে ফুটবল খেলার মাঠে গতকাল কাপ্তাই একাদশ বনাম কেপিএম একাদশের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় কেপিএম একাদশ ৪–০ গোলে জয়লাভ করে। বিজয়ী দলের পক্ষে ২টি গোল করেন পিলু এবং ২টি গোল করেন ইকবাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আনিসুজ্জামান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র সিবিএ সভাপতি আব্দুল ওহাব, কপাবিকে শ্রমিক কর্মচারী বিনোদন কেন্দ্রের সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন এবং কাপ্তাই একাদশের খেলোয়াড় মোঃ জামাল উদ্দীন। খেলা পরিচালনা করেন প্রভাত কুসুম বড়ুয়া। ধারা ভাষ্যে ছিলেন কাজী মোশাররফ হোসেন। খেলা উপভোগ করার জন্য মাঠে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
        











