পাকিস্তানে বিপর্যয় অনিবার্য : ইমরান

| শুক্রবার , ১৯ মে, ২০২৩ at ৮:২৬ পূর্বাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে গত কয়েকদিন ধরে পাকিস্তানের রাজনীতিতে যে নাটক মঞ্চস্থ হচ্ছে তার পরিণতি কী হতে পারে তা এখনো বোঝা যাচ্ছে না। বিডিনিউজ জানায়, একে একে পিটিআইর কয়েকজন নেতা দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। এদিকে ইমরানের অভিযোগ, এক বছরের বেশি সময় ধরে তার দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে। তার অভিযোগের তীর দেশটির বর্তমান ক্ষমতাসীন জোট সরকারের দিকে। গত বছর পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর ইমরান প্রধানমন্ত্রীত্ব ছাড়তে বাধ্য হলে শাহবাজ শরিফের নেতৃত্বে সরকার গঠন করে দেশটির সেই সময়ের বিরোধী জোট। ক্ষমতা ছাড়লেও তখন থেকেই নতুন করে নির্বাচনের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন ইমরান ও তার দল পাকিস্তান তেহরিকইনসাফ (পিটিআই) এর কর্মীসমর্থকরা। এ সময়ে ইমরান জনসমাবেশের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন। বিবাদে জড়িয়েছেন পাকিস্তানের প্রভাবশালী সেনাবাহিনীর সঙ্গে। এদিকে আনন্দবাজার অনলাইন জানিয়েছে, এক ভিডিও বার্তায় ইমরান খান জানিয়েছেন, ‘আসন্ন বিপর্যয়ের দিকে এগোচ্ছে পাকিস্তান, দেশ ভেঙে যেতে পারে!’ পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে পিটিআইর বিরোধ প্রসঙ্গে ইমরান বলেন, ‘পিটিআইকে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছেসেনাবাহিনীর মাধ্যমে পিটিআইকে নিশ্চিহ্ন করে দেওয়াই তাদের লক্ষ্য।’

অপর এক খবরে বলা হয়, পাঞ্জাব পুলিশ আজ শুক্রবার ইমরান খানের জামান পার্কের বাড়িতে প্রতিনিধি দল পাঠাবে বলে জানিয়েছেন প্রাদেশিক তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী আমির মীর। দুই দিন ধরে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর বাড়ি ঘিরে রেখেছে পাঞ্জাব পুলিশ। তাদের অভিযোগ, ইমরানকে গ্রেপ্তারের পর সেনাবাহিনীর কয়েকটি স্থাপনায় ভাংচুর ও অগ্নিসংযোগে জড়িত ‘৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী’ জামান পার্কের বাড়িতে লুকিয়ে আছে।

পূর্ববর্তী নিবন্ধসরকার গঠনে আত্মবিশ্বাসী থাইল্যান্ডের সংস্কারপন্থিরা
পরবর্তী নিবন্ধসাংবাদিক রুহুল আমিন