গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশের যৌথ উদ্যোগে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে যুব নিশান ক্লাবের সহযোগিতায় দিনব্যাপী শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা আজ চক্রশালা কৃষি উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতিকুল মামুন। পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও যুব নিশান ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার জসীম উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ হারুন অর রশিদ, পটিয়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবদুল খালেক, পটিয়া থানার এস.আই মোঃ সায়েম, চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল হাকিম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মোঃ হাশেম মেম্বার, ইউনিসেফ প্রতিনিধি দেবশ্রী সেন, জয়শ্রী দে, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সমর কান্তি বিশ্বাস, মফিজুর রহমান, দেবশীষ চৌধুরী শিমুল, পাভেল বিশ্বাস, মোঃ এয়াকুব, মাস্টার মিহির দাশ, মোঃ মূছা, জুয়েল দাশ, তাপস চৌধুরী, বজলুল রশিদ, সমীর ধর, নিউটন দে, কানুন উদ্দীন, রাশেদুল ইসলা ও টিটু শীল প্রমূখ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ফুটবল, ক্রিকেট, ভলিবল, কাবাডি ও ব্যাডমিন্টন ইভেন্টে বালক বালিকা বিভাগে প্রায় ৩০০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।












