১৯ মে বিএনপির জনসমাবেশ সফল করার আহ্বান

প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ

| বৃহস্পতিবার , ১৮ মে, ২০২৩ at ৬:২০ পূর্বাহ্ণ

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বিএনপির ১০ দফা দাবি এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে। ভোট ডাকাতির নির্বাচনে ক্ষমতায় এসে আওয়ামী লীগ লুটপাটের দায়দেনা জনগণের উপর চাপিয়ে দিচ্ছে। এই সরকারের পতন ঘটাতে মানুষ নেমে এসেছে। জনগণের অধিকার আদায়ে, ১০ দফা দাবি আদায়ে আগামী শুক্রবার বিএনপির জনসমাবেশ সফল করুন।

আগামী ১৯ মে খালেদা জিয়ার মুক্তি ও ১০ দফা দাবিতে সমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে গতকাল বুধবার বিকালে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য শামীম এ কথা বলেন।

সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়তে হবে। আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে কোনো নির্বাচন এ দেশে আর হতে দেওয়া হবে না। জনগণের সরকার প্রতিষ্ঠা করে রাজপথ ছাড়বো। ১০ দফা দাবি আদায়ে আগামী শুক্রবার বিএনপির জনসমাবেশ সফল করুন।

বিশেষ অতিথি বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন জনসমাবেশ সফল করার জন্য সর্বস্তরের শ্রমিক জনতার প্রতি আহ্বান জানান। এ সময় আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।

প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, সৈয়দ আজাম উদ্দিন, এসএম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, ইয়াছিন চৌধুরী লিটন, ইস্কান্দর মির্জা আবদুল মান্নান, মোশারফ হোসেন দীপ্তি, শেখ নূরউল্লাহ বাহার, মনোয়ারা বেগম মনি, মো. সাইফুল ইসলাম প্রমুখ।

বোয়ালখালী বিএনপি : ১৯ মে বিএনপির জনসমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল বিকেলে বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে ১৫ বছর ধরে জনগণকে সাথে নিয়ে আমরা যে শান্তিপূর্ণ আন্দোলন করছি, সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলনে থাকবে। জনগণ আমাদের সঙ্গে আছে। এই জনগণ বাধা প্রতিরোধ করবেই করবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ডা. মহসিন খান তরুণ, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমদুর রহমান আইয়ুব, আক্কাস খান, জাবেদ মেহেদী হাসান সুজন, কামাল উদ্দিন, আবু সিদ্দিক, মোসলেম মিয়া, রেজা মুন্সী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ তারেক, এমদাদ আনছারী, গোলাম হোসেন নান্নু, সায়েমউদ্দিন টিটু, আব্দুল মান্নান, মহসিন খোকন, ইব্রাহিম সিদ্দিকী মানিক, শহিদুল্লাহ চৌধুরী মানিক, আরেফিন রিয়াদ, এনামুল হক সজিব, আব্দুল মান্নান, শাহাদাৎ হোসেন জিকু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাজী মোহাম্মদ কামাল
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষকদের নিয়ে কর্মশালা