রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা–কদমতলী ইউনিয়নের আধুর পাড়া গ্রামের বাসিন্দা সমাজসেবক মোহাম্মদ কামাল (৮৭) ইন্তেকাল করেছেন (ইন্না–লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে তিনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, ৬ মেয়ে নাতি–নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল বুধবার সকাল ১১টায় স্থানীয় ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চন্দ্রঘোনা–কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগরসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।