সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর পক্ষে গতকাল বুধবার চসিক ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের এক কিলোমিটার ডেপুটি রোড মেঝমিয়া কলোনিতে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে গেলেন পূর্ব ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম। এ সময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং মেয়রের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করেন। উপস্থিত ছিলেন ওয়ার্ড সচিব মোহাম্মদ শাহ আলম, মোরশেদুজ্জামান খসরু, দেলোয়ার হোসেন বাচা, মোহাম্মদ হারুন উর রশীদ বাপ্পী ও মোহাম্মদ মহিউদ্দিন মানিক। প্রেস বিজ্ঞপ্তি।











