বাড়ি খালি করতে মাত্র ৫ মিনিট সময় দিয়েছিল ইসরায়েল

| বৃহস্পতিবার , ১৮ মে, ২০২৩ at ৫:৫৭ পূর্বাহ্ণ

গাজার বাসিন্দা কামাল নাভান। অন্যান্য দিনের মতোই বিকেলে নামাজের জন্য বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ তার মোবাইলে একটি কল আসে। সেই কলেই চুপ হয়ে যান তিনি। পরে কামালের হাত থেকে মোবাইল নিয়ে নেন তার চাচাতো ভাই আতাফ। আতাফকে কলের অন্য প্রান্ত থেকে বলা হয়, ইসরায়েলের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বলছি। বাড়িটি খালি করার জন্য আপনার কাছে পাঁচ মিনিট সময় আছে। তারা ছুটে যেতে শুরু করে। আতাফ ওই ইসরায়েলি কলারকে বলে, আপনি অবশ্যই ভুল করছেন। কারণ এই ভবনটিতে প্রতিবন্ধীরা থাকে। গোয়েন্দা কর্মকর্তা উত্তরে বলেছেন, না, অবিলম্বে বাড়িটি খালি করুন। খবর বাংলানিউজের।

নাভান ও তার পরিবার যে ভবনে থাকতেন সেখানে ইসরায়েল তার সতর্কবার্তা পাঠিয়েছিল। পরে মাত্র একটি ক্ষেপণাস্ত্র দিয়ে বাড়িটি ধ্বংস করে দেওয়া হয়। ওইদিনটি ছিল নয় মাসের মধ্যে গাজায় ইসরায়েলের সবচেয়ে ভয়ংকর বিমান হামলার পঞ্চম দিন। ওইদিন ফিলিস্তিনি ভূখণ্ডের দ্বিতীয় শক্তিশালী জঙ্গি সংগঠন ইসলামিক জিহাদের অন্তত ৬ জন নেতৃস্থানীয় ব্যক্তিকে হত্যা করে ইসরায়েল। ইসরায়েল বলছে, তারা যে ভবনগুলোতে হামলা চালিয়েছে সেগুলো ইসলামিক জিহাদ সরাসরি রকেট উৎক্ষেপণের জন্য ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার’ হিসেবে ব্যবহার করেছিল। তবে ক্ষতি রোধ করতে বেসামরিক লোকদের সতর্ক করা হয়েছিল। শনিবার যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার আগে ইসরায়েল একইভাবে আরও কয়েকটি আবাসিক ভবন ধ্বংস করে। যদিও হামলার আগে ভবনগুলোর বাসিন্দাদের সরে যেতে সতর্কতা দিয়েছিল। জাবালিয়ায় কামাল নাভানের বাড়িটি নিজস্ব ভিত্তির ওপরই ধসে পড়েছে। সেখানে আটটি পরিবারের প্রায় ৫০ জন মানুষ থাকতেন। প্রতিবেশীরা সবাইকে বের করে আনতে পেরেছেন।

পূর্ববর্তী নিবন্ধওজন না কমালে অবসর!
পরবর্তী নিবন্ধসফর কাটছাঁট করে দেশে ফিরবেন বাইডেন