বিনা হেলমেটে বাইকে চড়ায় আইনি জটিলতায় অমিতাভ-অনুশকা

| বৃহস্পতিবার , ১৮ মে, ২০২৩ at ৫:৫১ পূর্বাহ্ণ

সময়মতো কাজের জায়গায় পৌঁছুতে যানজট এড়াতে বিনা হেলমেটে বাইক চড়ে বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ও অভিনেত্রী অনুশকা শর্মা। এই দুই তারকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে মুম্বাই পুলিশ।

ইনডিয়ান এঙপ্রেস জানিয়েছে, দিন তিনেক আগে শুটিং সেটে পৌঁছাতে রাস্তায় যখন যানজটে আটকে গিয়েছিলেন, সে সময় হেলমেট ছাড়াই এক ভক্তের মোটর বাইকে চেপে বসেন বিগ বি। আর সেই ভিডিও তিনি নিজেই পোস্ট করেছিলেন। খবর বিডিনিউজের।

অনুশকা যখন নিজের গাড়ি ছেড়ে দেহরক্ষীর বাইকে চেপে মুম্বাইয়ের রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেই দৃশ্যও আলোকচিত্রী এবং শহরবাসী নজরে আসে।

বলিউডের দুই অভিনয় শিল্পীর সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে হেলমেট না পরার কারণে ট্রলের শিকার হন তারা। বেশ কয়েকজন টুইটার ব্যবহারকারী মুম্বাই পুলিশকে ট্যাগ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। পুলিশ তাদের আশ্বাস দিয়ে জবাবে লিখেছে, আমরা ট্রাফিক শাখাকে বিষয়টি জানাচ্ছি।

মুম্বাইয়ে বাইক ভ্রমণের ক্ষেত্রে হেলমেট পরা বাধ্যতামূলক। ১৯৮৮ সালের আইনে বলা আছে হেলমেট পরা না থাকলে আরোহীদের গুনতে হবে জরিমানা।

পূর্ববর্তী নিবন্ধ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠল
পরবর্তী নিবন্ধনিজেকে চিনতে পারলেন না!