শেষ হলো চেম্বারের এসএমই মেলা

এসএমই উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেয়ার আহ্বান মেয়রের

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৮ মে, ২০২৩ at ৫:২০ পূর্বাহ্ণ

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত পাঁচদিনব্যাপী ‘৫ম এসএমই মেলা’ সমাপ্ত হয়েছে। গতকাল সন্ধ্যায় মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী। এ সময় মেয়র বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার এসএমই খাতের গুরুত্ব অপরিসীম। এ খাতের উদ্যোক্তারা যদি আর্থিক পৃষ্ঠপোষকতা পান, তবে তারা আরো সমৃদ্ধি অর্জন করতে সক্ষম হবে। এক্ষেত্রে ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে সহজ শর্তে ঋণ দেয়ার ব্যবস্থা করতে হবে। মূলধনের অভাবে অনেক ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তা ব্যবসা চালিয়ে যেতে পারেন না। এক্ষেত্রে চট্টগ্রাম চেম্বারকেও তাদের সহযোগিতা বাড়িয়ে দিতে হবে।

চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহাবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহসভাপতি সৈয়দ মো. তানভীর ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) চেয়ারম্যান ড. জায়েদি সাত্তারসহ প্রমুখ।

চট্টগ্রাম চেম্বারের আয়োজিত এসএমই মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, কৃষি পণ্য ও কৃষি প্রযুক্তি, হ্যান্ডিক্রাফটস, জামদানি, বুটিকস, প্যাকেজিং, প্রক্রিয়াজাত খাদ্য, ড্রাই ফিশ, ইন্টেরিয়র, ফার্নিচার ও পর্যটনসহ বিভিন্ন খাতের উদ্যোক্তাদের ৬০টি স্টল অংশ নিয়েছে। মেলার প্লাটিনাম স্পন্সর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। কো স্পন্সর ইসলামী ব্যাংক লিমিটেড।

পূর্ববর্তী নিবন্ধনগরে ২৩টি অস্থায়ী পশুর হাট বসাতে চায় চসিক
পরবর্তী নিবন্ধআমাদের পরিকল্পনা রয়েছে সব রেলপথকে ব্রডগেজে রূপান্তরের