এবার ট্রেইলর থেকে ছিটকে পড়ল বিশাল লোহার পাইপ, আহত ২

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৮ মে, ২০২৩ at ৫:১৬ পূর্বাহ্ণ

ট্রেইলর থেকে কন্টেনার ছিটকে পড়ে পিতাপুত্রের মৃত্যুবরণের ঘটনার এক সপ্তাহের মধ্যে গতকাল আবারো অঘটন ঘটেছে। ইপিজেড থানাধীন সাইলো জেটি এলাকায় গতকাল বুধবার ট্রেইলর থেকে বিশালাকৃতির দুইটি পাইপ ছিটকে সিএনজি টেক্সির উপর পড়লে দুইজন আহত হয়েছেন। সৌভাগ্যক্রমে তারা প্রাণে রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। উপর্যুপরি অঘটনে ট্রেইলর থেকে কন্টেনার কিংবা পণ্য ছিটকে পড়ার ঘটনা বড় ধরনের আতংকের কারণ হয়ে উঠছে।

সূত্র জানিয়েছে, গত ১০ মে স্টিলমিল বাজার এলাকায় প্রাইমমুভার থেকে কন্টেনার ছিটকে পড়ে পিতাপুত্রের মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে। ওই ঘটনার রেশ কাটার আগেই গতকাল বিকেলে একই থানাধীন সাইলো জেটির সন্নিকটে ট্রেইলর থেকে বিশালাকৃতির গ্যাস পাইপ চলন্ত টেক্সির উপর ছিটকে পড়ে। জানা যায়, আমদানিকৃত ১৫টি ৪০ ফুট লম্বা এবং ২০ ইঞ্চি ব্যাসের পাইপ নিয়ে ০৩৬৬১১ নম্বরের একটি প্রাইমমুভার চট্টগ্রাম বন্দর থেকে পতেঙ্গার দিকে যাচ্ছিল। পেট্রোবাংলার আমদানিকৃত পাইপগুলো গ্যাস সরবরাহের লাইনে স্থাপন করা হবে। ট্রেইলরের উপর পাইপগুলো বসিয়ে চেইন দিয়ে বেঁধে গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রাইমমুভারটি সিমেন্ট ক্রসিং পার হয়ে সাইলো জেটির মোড়ের কাছে সাত নম্বর জেটি এলাকায় পৌঁছলে আচমকা চেইন ছিঁড়ে যায় এবং বিশালাকৃতির দুইটি পাইপ ট্রেইলর থেকে ছিটকে রাস্তায় গিয়ে চলন্ত একটি টেক্সির উপর পড়ে। এতে টেক্সিটি বেশ দূরে ছিটকে পড়ে। ঘটনায় টেক্সিচালক আনিসুর রহমান (৪৮) এবং যাত্রী মোহাম্মদ রফিক (৪৫) আহত হন। টেক্সিটিও ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর পর ট্রেইলরের চালক পালিয়ে যায়। গাড়িটি রাস্তা দখল করে পড়ে থাকে। পাইপ দুইটিও রাস্তা বন্ধ করে রাখে। এতে ব্যস্ততম বিমানবন্দর সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এই সময় এক ঘণ্টারও বেশি সময় বিমানবন্দর সড়ক বন্ধ থাকে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

খবর পেয়ে ইপিজেড থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্রেন এনে পাইপ দুইটি পুনরায় গাড়িতে তোলার ব্যবস্থা করেন এবং ট্রেইলরটিকে রাস্তার এক পাশে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

ঘটনাস্থলে উপস্থিত ইপিজেড থানার এসআই রূপক কান্তি চৌধুরী দৈনিক আজাদীকে বলেন, চেইন ছিঁড়ে পাইপগুলো রাস্তার উপর পড়েছে। এগুলো সরকারি কাজের পাইপ। ট্রেইলরের চালক পালিয়ে গেছে বলেও তিনি স্বীকার করেন।

ট্রেইলর থেকে কন্টেনার কিংবা পণ্য ছিটকে পড়ার ঘটনা উদ্বেগের সৃষ্টি করেছে বলে গতকাল অনেকেই মন্তব্য করেছেন। তারা বলেছেন, দানবাকৃতির গাড়িগুলো নানা ধরনের পণ্য নিয়ে যায়। এগুলো যাতে ছিটকে না পড়ে তার প্রয়োজনীয় ব্যবস্থা করা উচিত। বিশেষ করে কন্টেনার, স্টিলের কয়েল, গাছের গুঁড়ি, কিংবা ভারী পণ্য নিয়ে যাওয়ার সময় অনেক বেশি সতর্ক হওয়া উচিত বলেও তারা উল্লেখ করেন।

প্রাইমমুভার এসোসিয়েশনের একজন নেতা নাম প্রকাশ না করে বলেন, বিষয়টি দুঃখজনক। আমরা ইচ্ছে করে তো দুর্ঘটনা ঘটাই না, ঘটে যায়। রাস্তার বেহাল অবস্থা। এখানে ব্রেক করলে ঠিকভাবে কাজ করে না। গাড়ি কাত হয়ে যায়। রাস্তার বেহাল দশার কারণেই এক্সিডেন্টগুলো ঘটছে বলেও তিনি দাবি করেন।

পূর্ববর্তী নিবন্ধঅন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে খুন, স্বামীর মৃত্যুদণ্ড
পরবর্তী নিবন্ধতিনি কখনো সচিব, কখনও সাংবাদিক