চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিনা টিকিটে চট্টগ্রাম স্টেশন থেকে সোনার বাংলা ট্রেনে উঠতে গিয়ে বাধার সম্মুখীন হয়ে তারা ট্রেনটি ১৫ মিনিট অবরোধ করে রাখে। এতে ১৫ মিনিট বিলম্বে ট্রেনটিকে স্টেশন ছাড়তে হয়। গতকাল বুধবার বিকেল ৫টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা ৭০ থেকে ৮০ জন শিক্ষার্থী বিকেল ৫টায় চট্টগ্রাম স্টেশনে এসে বিনা টিকেটে সোনার বাংলা ট্রেনে উঠতে চাইলে তাদের বাধা দেওয়া হয়। পরে তারা ট্রেনের ইঞ্জিনের সামনে বসে অবরোধ করে। প্রায় ১৫ মিনিট পর্যন্ত ট্রেনটি প্লাটফর্মে দাঁড়িয়ে থাকে। সোনার বাংলায় স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা না থাকায় তাদেরকে দুইজনে বা তিনজনে একটি করে টিকিট করে যাওয়ার জন্য কর্তৃপক্ষ অনুমতি দিলে তাতে তারা সম্মত হয়। তারপর ট্রেনটি ১৫ মিনিট বিলম্বে স্টেশন ছেড়ে যায়।
এই ব্যাপারে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী আজাদীকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিনা টিকিটে সোনার বাংলা ট্রেনে উঠতে চাইলে তাদেরকে বাধা দেয়া হয়। এসময় আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদেরকে দুইজনে একটি করে টিকিটি কেটে ভ্রমণের অনুমতি দিলে তারা সেই অনুযায়ী টিকিট করে সোনার বাংলা ট্রেনে করে যাত্রা করে। যার কারণে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন ১৫ মিনিট দেরিতে ছেড়ে গেছে।