কক্সবাজারে তিন লাখ পিস ইয়াবা পাচার মামলায় এক মিয়ানমার নাগরিকসহ ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
আজ বুধবার (১৭ মে) দুপুরে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।
একই সঙ্গে যাবজ্জীবন দণ্ডিত আসামী কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের শরনার্থী মো. ইলিয়াছ ও নুর বাহারের ছেলে মো. শফিককে ৩ লক্ষ টাকার অর্থদণ্ড এবং অপর দণ্ডিত আসামী উখিয়া উপজেলার হোয়াইক্ষ্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তুলাতলী বালুখালী এলাকার আবদুল কাশেম ও নুর জাহানের ছেলে আবদুল করিম প্রকাশ করিম উল্লাহকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে উভয় দণ্ডিতকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
কক্সবাজার জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, রায় ঘোষণার সময় দণ্ডিত আসামীদ্বয় আদালতে উপস্থিত ছিল।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট ফরিদ এবং আসামীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম-৪, অ্যাডভোকেট অনিল কান্তি বড়ুয়া ও অ্যাডভোকেট আবুল কাসেম বাবু।