লোহাগাড়ার চরম্বায় মেছো বিড়ালের ৪টি ছানা উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঘটিয়ার পাড়ায় এক বসতঘরের বাউন্ডারী ওয়ালের ভেতর থেকে এই ছানাগুলো উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি সদস্য মো. সোলাইমান বিষয়টি নিশ্চিত করে জানান, মেছো বিড়ালের ছানাগুলো হঠাৎ জনৈক এক ব্যক্তির বসতঘরের এরিয়াতে ঢুকে পড়ে। স্থানীয়রা দেখতে পেয়ে ছানাগুলো আটকে রাখে। খবর পেয়ে আটকে রাখা ছানাগুলোর কোন প্রকার ক্ষতি না করার জন্য বলা হয়। পরে বিষয়টি চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তাকে জানানো হয়েছে। চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেছো বিড়ালের ছানাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ছানাগুলো অভয়ারণ্য এলাকায় অবমুক্ত করা হয়েছে। এগুলো সাধারণত ধান ক্ষেতে থাকে। ইঁদুরই এদের প্রধান খাবার। মেছো বিড়াল মানুষের কোন ক্ষতি করে না।