আসছে ‘ফাস্ট এক্স’ ট্রেলারেই বিশ্বজুড়ে আলোচনা

| বুধবার , ১৭ মে, ২০২৩ at ৬:২২ পূর্বাহ্ণ

আগামী ১৯ মে মহাসমারোহে মুক্তি পেতে যাচ্ছে ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ ফ্রাঞ্চাইজির দশম সিনেমা ‘ফাস্ট এক্স’। ট্রেলার প্রকাশের পর থেকে রীতিমতো হৈ চৈ পড়ে গেছে বিশ্বজুড়ে ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ ভক্তদের মাঝে। যার ছোঁয়া লেগেছে বাংলাদেশেও। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে বহুল আলোচিত সিনেমাটি। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার শাখায় জমকালো আয়োজনে সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। শুধু তাই নয়, ‘ফাস্ট এক্স’ সিনেমায় ব্যবহৃত বিভিন্ন গাড়ির প্রদর্শনীও হবে সেখানে। খবর বাংলানিউজের।

বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ ফ্রাঞ্চাইজির আগের সবগুলো সিনেমা দর্শক মাতিয়েছে। পুরা ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ ফ্রাঞ্চাইজির সবচেয়ে বড় বাজেটের সিনেমা এটি। এবারের সিনেমার পরিচালক ‘ক্ল্যাশ অফ দ্য টাইটানস’ এবং ‘দ্য ইনক্রেডিবল হাল্ক’ খ্যাত নির্মাতা লুই লেটারিয়ার। অভিনয়শিল্পীদের মধ্যে আগের পর্বগুলোর মতো এ সিনেমাতেও থাকছেন মিশেল রদ্রিগেজ, টাইরেস গিবসন, ক্রিস লুডাক্রিস ব্রিজস, নাথালি এমমানুয়েল, জর্দানা ব্রুস্টার, সুং ক্যাং, জেসন স্ট্যাথাম, জন সিনা স্কট ইস্টউড, অস্কার বিজয়ী হেলেন মিরেন এবং চার্লিজ থেরন।

পূর্ববর্তী নিবন্ধবিচ্ছেদের পর গায়িকার প্রেমে মজেছেন অনুপম!
পরবর্তী নিবন্ধঋণের বদলে ব্যাংকে মর্টগেজ সম্পত্তির পরিমাণ বেশি ফারুকের : খসরু