আনোয়ারায় ঝড়ের তাণ্ডবে একটি মাদ্রাসার টিনের চাল উড়ে গেছে। গত সোমবার রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা মোহাম্মদিয়া আখতারুজ্জামান চৌধুরী দাখিল মাদ্রাসার চালের টিন ঝড়ে উড়ে গিয়ে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় মাদ্রাসা পরিচালক ওবায়দুল হক নঈমী। তিনি বলেন, ঝড়ের কারণে মাদ্রাসার ব্যাপক ক্ষতি হয় যার কারণে মঙ্গলবার (গতকাল) শিক্ষা কার্যক্রম বাধ্য হয়ে বন্ধ রাখতে হয়।
জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টার পর ঝড়ো হাওয়ার প্রভাবে রায়পুর, জুইদন্ডী, বরুমচড়া, বারশত, চাতরী, আনোয়ারা, বৈরাগ, হাইলধর ও পরৈকোড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে বসতঘরের টিন ও দোকান–পাট উড়ে যায়। গাছপালা উপড়ে পড়ে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়। এতে পুরো উপজেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে পড়ে। গতকাল সকাল থেকে বিদ্যুৎ সংযোগ চালু হলেও বিভিন্ন ইউনিয়নে এখনও লাইন চালু করা সম্ভব হয়নি বলে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়।
আনোয়ারা সদরের ব্যবসায়ী জাকির হোসেন জানান, ঝড়ের সময় বজ্রপাত সাধারণ মানুষ ছাড়াও শিশু বৃদ্ধদের মাঝে বেশি আতংক ও ভয় সৃষ্টি করে।
রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান আমীন শরীফ জানান, ঝড়ের কারণে ইউনিয়নের গহিরা মোহাম্মদিয়া আখতারুজ্জামান চৌধুরী দাখিল মাদ্রাসার ব্যাপক ক্ষতি হয়েছে। সেই সাথে স্থানীয়দের বেশ কয়েকটি বসতঘর, দোকানপাটের ক্ষতির পাশাপাশি গাছপালা পড়ে বিদ্যুৎ লাইন ক্ষতি হয়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এদিকে আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী জানান, গত রাতের বৃষ্টি কৃষকের বীজতলা তৈরি ও মাঠের শাক সবজির জন্য খুবই উপকার হয়েছে। আলহামদুলিল্লাহ এ বৃষ্টিতে কৃষি ক্ষেত্রে উপকার হয়েছে।












