সীতাকুণ্ড থেকে চুরি হওয়া ২১টি মোবাইল ফোন উদ্ধার করেছে থানা পুলিশ। সর্বশেষ গতকাল সোমবার দুপুরে সেকান্দর হোসাইনের মোবাইল ফোনটিও উদ্ধার করেছে পুলিশ। এনিয়ে গত এক সপ্তাহে ২১টি চুরি যাওয়া মোবাইল সেট উদ্ধার করার বিষয়টি জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ। গত ২৯ মার্চ ভাটিয়ারী ইউনিয়নের ট্যোবাকো গেট এলাকা থেকে একটি মিনিবাসে করে পৌর সদরের দিকে যাচ্ছিলেন সেকান্দর। গাড়িতে উঠার কিছুক্ষণ পর দেখেন তার পকেটে মোবাইল ফোনটি নেই। পরে তিনি থানায় এসে একটি সাধারণ ডায়েরি করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় এক ব্যবসায়ীর স্ত্রী অনলাইন মার্কেট থেকে সেকেণ্ডহ্যান্ড মোবাইল হিসেবে কিনে ব্যবহার করছিলেন। তারা তথ্য প্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনটি উদ্ধার করেন। গত এক সপ্তাহে এরকম ২১ টি মোবাইল উদ্ধার করেছেন তারা।












