লোহাগাড়ায় আখ ক্ষেতে বৃদ্ধের লাশ

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ মে, ২০২৩ at ৭:৩৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ার বড়হাতিয়ায় আবদুল গফুর (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ১০টার দিকে বড়হাতিয়ায় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তৈয়বের পাড়ায় একটি আখ ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে স্বজনরা। পরে লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আবদুল গফুর একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আফিয়ার বাপের পাড়ার মৃত জনু মিয়ার পুত্র।

জানা যায়, সকালে বসতঘরের অদূরে আখ ক্ষেতে আবদুল গফুরকে দেখতে পান স্থানীয় এক কৃষক। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, প্রায় দেড় বছর পূর্বে পৈত্রিক ভিটা থেকে এসে তৈয়বের পাড়ায় শ্বশুর বাড়ির এলাকায় বসতঘর নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করে আসছেন আবদুল গফুর। গত রোববার রাতে তার স্ত্রী আয়েশা বেগম বাপের বাড়িতে ছিলেন। আবদুল গফুর শ্বশুর বাড়িতে রাতের খাবার খেয়ে ঘুমানোর জন্য নিজ বসতঘরে চলে আসেন। রাতে বসতঘরে তিনি একাই ছিলেন। আখ ক্ষেত থেকে মরদেহ উদ্ধারের সময় তার বসতঘরের দরজা খোলা ছিল। নিহতের শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের স্ত্রী আয়েশা বেগম বলেন, আখ ক্ষেত থেকে স্বামীর মরদেহ উদ্ধারের সময় মুখে ফেনা ও বিষের গন্ধ ছিল। তবে মুখের ফেনা মুছে দেবার পর বিষের গন্ধ আর পাওয়া যায়নি। আমার স্বামীর সাথে কারো কোনো শত্রুতা ছিল না। এদিকে খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতিকুর রহমান ও বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পাবার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএসএমই মেলা চলবে ১৭ মে পর্যন্ত
পরবর্তী নিবন্ধপ্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের পুনর্মিলনী ও সম্মেলন