পটিয়ায় বায়তুশ শরফ কমপ্লেক্সে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

| সোমবার , ১৫ মে, ২০২৩ at ৬:৪৪ পূর্বাহ্ণ

পটিয়ায় আলমদার পাড়া বায়তুশ শরফ কমপ্লেক্স ও শাহ জব্বারিয়া তরুণ সংঘের উদ্যোগে কক্সবাজার বায়তুশ শরফ চক্ষু হাসপাতালের সহযোগিতায় এক চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করা হয়। অ্যাডভোকেট আবদুল গণির সভাপতিত্বে ও আবদুর রহিমেরর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক দিদারুল আলম সিকদার। উদ্বোধক ছিলেন আলমদার পাড়া বায়তুশ শরফ কমপ্লেঙের সাধারণ সম্পাদক মাকসুদ আলমদার। স্বাগত বক্তব্য রাখেন কঙবাজার বায়তুশ শরফ চক্ষু হাসাপাতালের সিনিয়র অফিসার বিশ্বজিৎ পাল। প্রধান বক্তা ছিলেন ছনহরা ইউপি সদস্য মো. ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ জহির, কাজী গফুর সওদাগর, মাওলানা ছগির আহমদ, আবু সৈয়দ, মনজুর আলমদার,আরমান আলমদার, রহমতউল্লাহ চৌধুরী, ইউপি সদস্য আবু তালেব আলমদার, ইউপি সদস্য আলমগীর তালুকদার, ইউপি সদস্য জাহেদুল হক। মহিলা ইউপি সদস্য শাহীন আক্তার,কহিনুর আক্তার, ফাতেমা বেগম প্রমুখ।পরে কঙবাজার বায়তুশ শরফ চক্ষু হাসাপাতাল কর্তৃক ১১জন গরীব রোগীকে ফ্রি চোখের অপারেশন করানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিএসইর কর্মকর্তাদের জন্য সরকারি ট্রেজারি বন্ড বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধবিশ্ব সুন্নী আন্দোলন পটিয়া থানা শাখার সালাতু সালাম মাহফিল