বুরকিনা ফাসোতে সন্ত্রাসী হামলায় নিহত ৩৩

| সোমবার , ১৫ মে, ২০২৩ at ৬:৩৩ পূর্বাহ্ণ

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরপশ্চিমাঞ্চলে সন্ত্রাসী হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে। দেশটির মৌহন প্রদেশে এ হামলার ঘটনা ঘটে। গত শনিবার এ হামলার ঘটনা ঘটে বলে জানান প্রদেশের গভর্নর বাবো পিয়েরে বাসিঙ্গা। গতকাল রোববার গভর্নর এক বিবৃতিতে জানান, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে মৌহন প্রদেশের চেরিবা বিভাগের ইউলৌ গ্রামে কাপুরুষিত এ বর্বর হামলা চালানো হয়। তিনি আরও জানান, শান্তিপ্রিয় গ্রামবাসী যখন নদীর ধারে সবজি আবাদে ব্যস্ত ছিলেন, ঠিক তখন সশস্ত্র সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। এতে কমপক্ষে ৩৩ জনের প্রাণহানি ঘটে। ২০১৫ সাল থেকে পশ্চিম আফ্রিকার এ দেশটিতে নিরাপত্তাহীনতার কারণে অনেকের প্রাণহানি ঘটেছে। সেই সঙ্গে হাজার হাজার মানুষকে করেছে বাস্তুচ্যুত। খবর বাংলানিউজের।

বুরকিনা ফাসো আফ্রিকার সবচেয়ে দরিদ্র দেশগুলোর অন্যতম। প্রতি বছর এ দেশের হাজার হাজার লোক পার্শ্ববর্তী দেশগুলোতে, যেমন ঘানা বা আইভরি কোস্টে কাজ খুঁজতে বিশেষ করে মৌসুমী কৃষিকাজের জন্য পাড়ি জমায়। ১৯৬০ সালে স্বাধীনতা অর্জনের আগ পর্যন্ত এটি একটি ফরাসি উপনিবেশ ছিল। ১৯৮৫ সালে দেশটির নাম বদলে রাখা হয় বুরকিনা ফাসো, যার অর্থ ‘নৈতিক জাতির দেশ’। দেশটি আগে আপার ভোল্টা নামে পরিচিত ছিল।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ২
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়া প্রি ক্যাডেট স্কুলে পুরস্কার বিতরণ