সকলের মাঝে মনের বসবাস

শরণংকর বড়ুয়া | সোমবার , ১৫ মে, ২০২৩ at ৬:০৫ পূর্বাহ্ণ

মানুষের মধ্যে একটি মন থাকে। যে মন হয় সুন্দর পরিছন্ন, লোভলালসা, মোহ, হিংসা, বিদ্ধেষ অহংকার মুক্ত। আমারা সকলেই একটা মন খুঁজি প্রেম, ভালোবাসার, ভালোলাগার। মানুষের মাঝে মনের অবস্থান কখনো এলোমেলো চঞ্চল। কখনো স্থির হয়ে কথা বলি, কাজকর্ম করি। কখনো মনে দুঃখ কষ্টে অশান্তিতে বিষণ্নতায় ভরে ওঠে। খারাপ মনের চিন্তা ভাবনায় কত অঘটন ঘটিয়ে বসি। মন বারে বারে স্বপ্ন দেখে দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়ানো, নিজেকে বদলানোর। মন উদ্দাম গতিতে ছুটে সকাল থেকে রাত অবধি। সকলের মাঝে মনের বসবাস। শৈশব আমরণ সতেজ থাকে মন। এই দুর্লভ জীবনে দৃঢ় ভাবে গড়ে তোলার জন্য অপরীসীম সাহস সঞ্চার করে মন। যদিও মন জিনিসটা ধরা ছোঁয়ার বাইরে। তার রং রূপ গন্ধ কেউ কখনো পাইনি বা দেখেনি। কিন্তু এই মন দ্বারা সকলে চলে। এতে ভালো মন্দ প্রতিনিয়ত বহু ঘটনা কর্মকাণ্ড ঘটে যায় এবং জড়িয়ে পড়ে। মানুষের এই মন বারে বারে পরিবর্তন হয়ে পরিচালিত হয়। মন কখনো কান্নায় ভেঙে পড়ে। কখনো আনন্দে উদ্বেলিত হয়ে আত্নহারা হয়ে যায় মানুষ। মনের আবেগে জর্জরিত হয়ে বিভিন্ন ঘটনা সমূহ সৃষ্টি করে। মনকে যারা স্থির রাখতে পারে, ধরে রাখতে পারে এরাই সঠিক সিদ্ধান্তের পৌঁছতে পারে যে কোনো বিষয়ে। মনকে সব সময় সচেতন রেখে ত্যাগ, ধৈর্য্য, স্থিতিরতায় সুন্দর পথ চলা যায় এবং জীবনকে আলোকিত করা যায়, যা কখনো পরিপূর্ণতা করা কারো পক্ষে মোটেও সম্ভব নয়।

পূর্ববর্তী নিবন্ধমায়ের কোনো সংজ্ঞা হয় না
পরবর্তী নিবন্ধআমার মা