মহাসড়কে আইল্যান্ডের ওপর উল্টে গেল কাভার্ডভ্যান

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ১৫ মে, ২০২৩ at ৫:৫৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে পণ্যবোঝাই একটি কাভার্ডভ্যান মহাসড়কে আইল্যান্ডের ওপর উল্টে গেছে। গতকাল রবিবার ভোরে ঢাকাচট্টগ্রাম মহাসড়কের কুমিরা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বেঁচে গেলেন চালক ও তার সহকারী। চালক সামান্য আহত হলেও বড় ধরনের ক্ষতি হয়নি। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। গতকাল বেলা সাড়ে চারটার দিকে উল্টে যাওয়া গাড়িটি মহাসড়ক থেকে সরানো হয়েছে।

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে গত শনিবার রাত থেকে সীতাকুণ্ডে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এতে মহাসড়ক ছিল ভেজা ও পিচ্ছিল। এ অবস্থায় ওই দুর্ঘটনা ঘটে। কাভার্ডভ্যানটির চালকের সহকারী মো. রায়হান বলেন, শনিবার রাতে ফিটকিরি বোঝাই করে কাভার্ডভ্যানটি ঢাকা থেকে ছেড়ে ফটিকছড়ি যাচ্ছিল। ভোরে তারা সীতাকুণ্ডের কুমিরা বাইপাস এলাকায় অতিক্রম করার সময় হঠাৎ কাভার্ডভ্যানটি মহাসড়কের আইল্যান্ডের ওপর উঠে যায়। এসময় চালক সামান্য আহত হয়েছেন।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ২৮টন ওজন নিয়ে গাড়িটি ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিল। ভোরে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। বিকাল ৪টার দিকে ক্রেন এনে সেটি সরানো হয়েছে। তবে ঢাকাচট্টগ্রাম মহাসড়ক সচল রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনতুন কর্মসূচি, ১৯ মে থেকে মাঠে নামছে বিএনপি চট্টগ্রামের দায়িত্বে মোশাররফ ও শামীম
পরবর্তী নিবন্ধযুক্তরাজ্য, বেলজিয়াম ও পর্তুগালের সাথে তথ্যমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক