ধুরুং ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খালে

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ১৫ মে, ২০২৩ at ৫:৫৪ পূর্বাহ্ণ

ফটিকছড়ি সদরের ধুরুং খালের ব্রীজের রেলিং ভেঙ্গে খালের নিচে পড়ে য়ায় একটি ড্রাম ট্রাক। এতে গুরুতর আহত হয় ট্রাক ড্রাইভার শিহাব মিয়া (২৬)। ট্রাকের সামনের অংশ কেটে আহত ড্রাইভারকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করেছে বলে জানান ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা। আহত ড্রাইভার বাঁশখালীর চাতুরী এলাকার বাসিন্দা। ট্রাকটি সিলেট থেকে চট্টগ্রামের বালুচড়া এলাকায় যাওয়ার পথে গতকাল ভোর ৬ টায় এ দুর্ঘটনা ঘটে। তবে এসময় গাড়িতে কোন মালামাল ছিল না।

পূর্ববর্তী নিবন্ধঅস্ত্র মামলায় যুবকের ১৭ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধনতুন কর্মসূচি, ১৯ মে থেকে মাঠে নামছে বিএনপি চট্টগ্রামের দায়িত্বে মোশাররফ ও শামীম