আনোয়ারা উপজেলায় লিচু খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৯ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আনোয়ারা থানায় মামলা হয়েছে। গত রবিবার দুপুরে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত যুবক মফিজুর রহমানকে (২০) স্থানীয় জনতার সহায়তায় গতকাল গ্রেপ্তার করে।
মামলার এজাহারে জানা যায়, অভিযুক্ত মফিজুর রহমান রবিবার দুপুরে লিচু খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজ বসতঘরে জনৈক ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করে। ঘটনা জানাজানি হলে শিশুটির মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মো. হাছান জানান, শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় আনোয়ারা থানায় মামলা হয়েছে। অভিযুক্ত মফিজুর রহমানকে জনগণের সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে।