হাটহাজারী মডেল থানা পুলিশ গতকাল শনিবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে তিন ছিনতাইকারীকে আটক করেছে। আটকদের কাছ থেকে ছুরি ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক মো. ফয়সাল জানান, গতকাল শনিবার দিবাগত রাতে পৌরসভাস্থ পশ্চিম দেওয়ান নগর ১১ মাইল বিদ্যুৎ অফিসের পাশে ওয়াহিদুল আলম সড়কে মো. সৌরভ (১৯) নামে এক স্থানীয় ভাড়াটিয়া বাসায় ফিরার পথে একদল ছিনতাইকারী তার গতিরোধ করে সর্বস্ব ছিনিয়ে নেয়।
এই ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা করলে পুলিশ অভিযান পরিচালনা করে ছিনতাই কাজে জড়িত তিন ছিনতাইকারীকে আটক করে।
আটকরা হলো মোহাম্মদ ইমন (১৯), পিতা-মোঃ কাজল মিয়া, স্থায়ী ঠিকানা: কাজলা খাল পাড়া, দাইম্যা ইউপি, থানা-তারাইল, জেলা-কিশোরগঞ্জ, মো. মাসুম (১৭), পিতা-মো. শাহাজান, স্থায়ী ঠিকানা: উল্লাটি, মেদনী ইউপি, থানা-নেত্রকোনা, জেলা-নেত্রকোনা, মতিবুর রহমান(১৯), পিতা-আবু ছিদ্দিক, স্থায়ী ঠিকানা: চন্দ্রপুর, মাটিয়া মসজিদ, উভয়ে জমিরের ভাড়াটিয়া, হাটহাজারী পৌরসভা।
আটকদের কাছ থেকে ১টি স্টিলের টিপ ছুরি, ১টি স্টিলের ছুরি ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।
এই ঘটনায় হাটহাজারী মডেল থানায় আজ রবিবার (১৪ মে) মামলা রেকর্ড করা হয়। আটকদের আজ রবিবার আদালত প্রেরণ করা হয়েছে।