সাবেক মেয়র মনজুর আলমের উদ্যোগে নগরীতে বিশুদ্ধ পানি সরবরাহ

| রবিবার , ১৪ মে, ২০২৩ at ৭:৫৭ পূর্বাহ্ণ

তীব্র খড়ায় প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ নগরবাসীর বিশুদ্ধ পানির চাহিদা পূরণে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম তাদের প্রতিষ্ঠিত আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে গত ১ সপ্তাহ যাবত নগরীর ৯, ১০, ১১, ১২ ও ২৬নং ওয়ার্ডে প্রতিদিন বিশুদ্ধ পানি সরবরাহ করে যাচ্ছেন। সাবেক মেয়র আলহাজ্ব এম. মনজুর আলমের পক্ষে ১১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী, ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুল আমিন কালু এবং ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন সংশ্লিষ্ট ওয়ার্ডের নাগরিকদের নিকট বিশুদ্ধ পানি সরবরাহ করে যাচ্ছেন।

সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের সমাজসেবামূলক কার্যক্রম সার্বিকভাবে সহযোগিতা করছেন তার সন্তান মোহাম্মদ নিজামুল আলম, সরওয়ার আলম, ফারুক আজম, মোঃ সাইফুল আলম ও মোঃ সাহিদুল আলম। নগরীর ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ডে ঘরে ঘরে বিশুদ্ধ পানি সরবরাহ করেছেন সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলমের পুত্র মোঃ সাইফুল আলম। এদিকে উত্তর কাট্টলী এলাকাসহ নগরীর ৯, ১১, ১২ ও ২৬নং ওয়ার্ডে বিশুদ্ধ পানি সরবরাহ কাজে আওয়ামীলীগ, আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ সার্বক্ষনিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন। সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম তাদের মানবসেবামূলক কর্মকান্ডে সকলের সহযোগীতা প্রত্যাশা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঘূর্ণিঝড় মোখা সতর্কতায় উপকূলীয় এলাকাবাসীর পাশে সুজন
পরবর্তী নিবন্ধউপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় ‘মোখা’