ঘূর্ণিঝড় মোখা সতর্কতায় উপকূলীয় এলাকাবাসীর পাশে সুজন

| রবিবার , ১৪ মে, ২০২৩ at ৭:৫৭ পূর্বাহ্ণ

ঘূর্ণিঝড় মোখা সতর্কতায় উপকূলীয় এলাকাবাসীর পাশে ছুটে যান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল শনিবার বিকেল থেকে রাত অবধি নগরীর হালিশহর আনন্দবাজার জেলে পাড়া, ধুমপাড়া, আকমল আলী রোডের বেড়িবাঁধসংলগ্ন জেলা পাড়া, পতেঙ্গা চরপাড়া, নেভাল একাডেমী সংলগ্ন এলাকার অধিবাসীদেরকে ঘূর্ণিঝড় মোখা’র সম্ভাব্য বিপদ সম্পর্কে মাইকে অবহিত করেন এবং তাদেরকে নিরাপদ আশ্রয়ে থাকার আহবান জানান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য শওকত হোসাইন, কাউন্সিলর জিয়াউল হক সুমন, মো. হোসেন, মোরশেদ আলম, মো. সেলিম, কামরুল হোসেন, হাফেজ মো. ওকার উদ্দিন, অনির্বাণ দাশ বাবু, মো. শাহজাহান, সমীর মহাজন লিটন, মহানগর ছাত্রলীগের সভাপতি এস এম ইমরান হাসান আহমেদ ইমু, মো. বেলাল, ওয়াহিদ চৌধুরী, আরাফাত সরোয়ার খান জিকু, সাজ্জাদ হোসেন মনু, হাসান হাবিব সেতু, আশীষ সরকার নয়ন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সম্মেলন
পরবর্তী নিবন্ধসাবেক মেয়র মনজুর আলমের উদ্যোগে নগরীতে বিশুদ্ধ পানি সরবরাহ