বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি যেনো এক বিস্ময় যেখানে তিনি প্রেম, দ্রোহ, মানবতা ও মানুষের মুক্তি এবং সাম্যের জয়গান গেয়েছেন। সেই শিল্পকর্ম তিনি তুলে ধরেছেন কখনো কবিতায়, সংগীতে, নাটকে, গল্পে ও উপন্যাসে! বিশ্বকবির সেই অপার শিল্প ভান্ডারের কবিতা ও গান নিয়ে গত শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ত্রিতরঙ্গ আবৃত্তি দল আয়োজন করে রবির কর শীর্ষক অনুষ্ঠান। এতে একক, দ্বৈত ও বৃন্দ আবৃত্তি পরিবেশনায় অংশগ্রহণ করেন আবৃত্তিশিল্পী দেবাশিস রুদ্র, লাবণ্য মুৎসুদ্দি, সুজয় দে, জুহি সেনগুপ্তা, লিপি সেন, মোহাম্মদ আলী, জয়া দত্ত, রোপি দাশ, অপর্ণা বড়ুয়া, শর্মী বড়ুয়া। এছাড়াও আমন্ত্রিত সংগীত শিল্পী দেবযানী দাশগুপ্তা ও আমন্ত্রিত আবৃত্তিশিল্পী সনুদ্র টিটু পরিবেশনায় অংশগ্রহণ করেন। আবৃত্তিশিল্পীরা কবির কৃপণ, দায়মোচন, দুঃসময়, দুর্বোধ, তোমার প্রেম যে বইতে পারি, আমার সুখ, নির্ভয়, অনেক কালের একটি মাত্র দিন, পৃথিবী, বিদায়, রাহুর প্রেম, সমালোচক, চির আমি, মিলন, এক গাঁয়ে কবিতাগুলোর মনোমুগ্ধকর পরিবেশনায় দর্শকদের মোহিত করেন। সংগীতশিল্পী দেবযানী দাশগুপ্তা নিজের কন্ঠের মাধুরি দিয়ে উপস্থাপন করেন কবিগুরুর বেশ কিছু জনপ্রিয় গান, যা দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের শেষে বক্তব্য রাখেন ত্রিতরঙ্গ আবৃত্তি দলের উপদেষ্টা ড. সাজিদ হোসেন। সমগ্র আয়োজনটির আবহ সংগীত পরিকল্পনায় ছিলেন নাট্যজন মঈনউদ্দীন কোহেল। প্রেস বিজ্ঞপ্তি।












