ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম। প্রস্তুুতির অংশ হিসেবে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের কার্যালয়কে কন্ট্রোল রুম হিসেবে চালু করা হয়েছে এবং মাইকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ও সিটি ইউনিটের ব্যবস্থাপনায় যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বাস্তবায়নে ঘূর্ণিঝড় পূর্ববর্তী ঘূর্ণিঝড়কালীন সাড়া প্রদান, আশ্রয়কেন্দ্রে বয়স্ক ও শিশু, গবাদি পশু পৌঁছানোর ক্ষেত্রে সহায়তা প্রদান, মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা, শুকনা খাবার বিতরণ, ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার ও ত্রাণ বিতরণ পুনর্বাসনের জন্য প্রস্তুতি রয়েছে। গত ১১ মে নগরীর চসিক আওতাধীন ৫, ৬ ৯, ১০, ১১, ১৮, ২৫, ৩৪, ৩৫, ৩৭, ৩৯, ৪০, ৪১নং ওয়ার্ডে এবং উপজেলা পর্যায়ে কর্ণফুলী, সন্দ্বীপ, মীরসরাই, সীতাকুণ্ড ও বাঁশখালী উপজেলায় যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব স্বেচ্ছাসেবকরা মাইকিং কার্যক্রম পরিচালনা করে। এ ব্যাপারে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান বলেন, আমরা প্রত্যেকটি সংস্থার সাথে সমন্বয় সাধন পূর্বক কাজ চলমান রেখেছি। স্বেচ্ছাসেবকদের সিটি এবং উপজেলা পর্যায়ে ঘূর্ণিঝড় মোকাবেলায় কাজ চলমান রয়েছে। জরুরী বিষয়ে ও তথ্য প্রদানের লক্ষ্যে ০১৮১৫–৩৩২৩১৬ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।