তারা আল্লাহর কাছে জিহাদ করবে এবং কোন নিন্দুকের নিন্দার ভয় করবে না; এটা আল্লাহর অনুগ্রহ, যাকে চান তিনি দান করেন এবং আল্লাহ বিস্তৃতিময়, সর্বজ্ঞ।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৫:৫৪) সূরা মা–ইদাহ।
সুরা ফাতেহাতে প্রত্যেক রোগের নিরাময় আছে।
– আল–হাদিস (বায়হাকী)
বর্তমানকেই সব সময় কাজের উৎকৃষ্ট সময় হিসাবে বিবেচনা করবে।
– আর,জি, ইঙ্গারসোল।