চট্টগ্রাম নগরীতে হাসপাতালে চিকিৎসাধীন মামাতো ভাইয়ের অসুস্থ মেয়েকে দেখে মোটরসাইকেলে বাঁশখালী আসার পথে আনোয়ারার ফকিন্নীর হাট এলাকায় দুর্ঘটনায় আমিনুর রহমান মনির (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ সময় তার সাথে থাকা পৌরসভার জলদী এলাকার মো. ইদ্রিসও গুরুতর আহত হন।
আজ শনিবার (১৩ মে) সকালে দুঃঘটনায় আহত মনিরকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
নিহত মনির শেখেরখীল ইউনিয়ন পরিষদের দফাদার আবুল কালামের পুত্র।
জানা যায়, শেখেরখীল ইউনিয়নের বাহমনিখিল এলাকার দফাদার আবুল কালামের পুত্র ও জলদী আধুনিক হসপিটালের সাবেক নার্স মোছাম্মৎ হাসনাতের স্বামী আমিনুর রহমান মনির শনিবার সকাল ৭টার দিকে চট্টগ্রামে তার আত্নীয়ের অসুস্থ মেয়েকে দেখে খালাতো ভাই মো. ইদ্রিস সহ মোটরসাইকেল যোগে ফেরার পথে আনোয়ারার ফকিন্নিরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাদের ধাক্কা দেয়। এতে দু’জন গুরুতর আহত হওয়ায় তাকে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন।
মো. ইদ্রিস এখনো হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা যায়। নিহতের পিতা শেখেরখীল ইউনিয়ন পরিষদের দফাদার আবুল কালাম জানান, মনিরের ২ ছেলে রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টায় পারিবারিক মসজিদে জানাযা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।