ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় প্রস্তুতি নিতে সাংগঠনিক কমিটিগুলোকে নির্দেশ গাউসিয়া কমিটির

| শনিবার , ১৩ মে, ২০২৩ at ৭:৫০ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের এক জরুরি সভায় ধেয়ে আসা প্রবল ঘূর্ণিঝড় মোকাবেলায় গাউসিয়া কমিটি দেশব্যাপী সকল সাগঠনিক কমিটিকে প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নগরীর দিদার মার্কেটস্থ কার্যালয়ে চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত ঘূর্ণিঝড় মোকাবেলায় গাউসিয়া কমিটির করণীয় নির্ধারণের অনুষ্ঠিত জরুরি সভায় সিদ্ধান্ত হয়, উপকূলীয় এলাকার সকল সাংগঠনিক কমিটির কর্মকর্তা ও সদস্যরা স্থানীয় প্রশাসনের সহযোগিতায় অসহায় মানুষের পাশে দাঁড়াবে। উপকূলীয় এলাকার অসহায় লোকদের আশ্রয় কেন্দ্রে আনয়নসহ সকল প্রকার সহযোগিতায় কাজ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এ বিষয়ে সংগঠনের যুগ্ম মহাসচিব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ারকে প্রধান করে একটি মনিটরিং টিম গঠন করা হয়। প্রয়োজনীয় নির্দেশনার জন্য চেয়ারম্যান, মহাসচিব ও যুগ্ম মহাসচিবের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জনানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেওয়ানহাট ফুটপাতে দুই নারী চা বিক্রেতাকে শ্লীলতাহানি, মামলা
পরবর্তী নিবন্ধমহানগর তাঁতীলীগের মতবিনিময় সভা