ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। এ বিষয়ে গতকাল উপজেলা সম্মেলন কক্ষে সরকারি বিভাগের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তাদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ঘূর্ণিঝড় মোখা মোকাবেলার জন্য প্রাথমিক কিছু প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বর্তমানে সকল ইউনিয়নে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসরত বাসিন্দাদের সতর্ক করার নির্দেশনা দেয়া হয়েছে সেই সাথে আশ্রয় কেন্দ্রসমূহ প্রস্তুত করা হচ্ছে এবং উপজেলা সদরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।
এছাড়া সীতাকুণ্ড তথ্য অফিস এবং রেডিও সাগরগিরির মাধ্যমে সতর্কীকরণ প্রচারণা চালানো হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের ব্যবস্থা করা হচ্ছে। ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্ট টিম প্রস্তুত রাখা হয়েছে। রোভার স্কাউটস টিম প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগকালীন নিরাপদ পানি সরবরাহের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিদ্যুৎ বিভাগের জরুরি গাছের ডালপালা কাটার জন্য কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। জরুরি চিকিৎসাসেবা প্রদানের জন্য মেডিকেল টিম এবং এম্বুলেন্স প্রস্তুত করা হয়েছে।







