চকরিয়ায় রাতের আঁধারে বসতবাড়িতে তাণ্ডব, গুঁড়িয়ে দেওয়া হলো সীমানাপ্রাচীর

দুই নারীসহ আহত ৩

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ১৩ মে, ২০২৩ at ৬:৩৮ পূর্বাহ্ণ

চকরিয়ায় আদালত কর্তৃক প্রতিপক্ষের প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করে রাতের আঁধারে একটি পরিবারের নির্মাণাধীন বাউন্ডারি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এমনকি বসতবাড়িতেও ঢুকে ব্যাপক তাণ্ডব ও লুটপাট চালানোর সময় বাধা দিতে গেলে দুই নারীসহ তিনজনকে পিটিয়ে আহত করা হয়েছে। গতকাল শুক্রবার ভোররাতে চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পুকপুকুরিয়া মৌলভী পাড়ায় এই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটেছে।

হামলায় আহতরা হলেনমাওলানা আবদুল কুদ্দুসের স্ত্রী হাফসা খানম (৫৫), তার ছেলে মোহাম্মদ (২৮) ও পুত্রবধূ সুমি আক্তার (২২)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি করা হয়েছে।

আক্রান্ত পরিবারের কর্তা মাওলানা আবদুল কুদ্দুস অভিযোগ করেন, তাদের বসতভিটার জায়গা দখলের চেষ্টা চালানোর সময় ইতোপূর্বে পরিবারের ৬ সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। এই ঘটনায় থানায় মামলা করা হলে আরো ক্ষিপ্ত হয়ে উঠে সন্ত্রাসীরা। অপরদিকে আদালতে এ ব্যাপারে মামলা করা হলে আদালত প্রতিপক্ষকে তাদের জায়গায় প্রবেশের ওপর ১৪৪ ধারা জারি করে। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে শুক্রবার ভোররাত তিনটার দিকে নুরুল আবচারের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা বসতবাড়িতে হামলা করে ব্যাপক তাণ্ডব ও লুটপাট চালানো হয়। এ সময় বাউন্ডারি দেয়াল গুঁড়িয়ে দেয় সন্ত্রাসীরা।

এ ব্যাপারে চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, ভোররাতে বাউন্ডারি দেওয়াল গুঁড়িয়ে দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধ৮ নম্বর মহাবিপদ সংকেত
পরবর্তী নিবন্ধসুদান থেকে ফিরলেন আরও ২৩৯ বাংলাদেশি