ঢাকা থেকে চট্টগ্রামের ব্যবসায়ী গ্রেপ্তার

অর্থ আত্মসাৎ মামলা

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৩ মে, ২০২৩ at ৬:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রামে অর্থ আত্মসাৎ মামলায় মো. মিজানুর রহমান (৩১) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ১ কোটি টাকা আত্মসাতের ৮ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মিজানুর রহমান নগরীর কোতোয়ালী থানাধীন রেয়াজউদ্দিন বাজার এলাকার বাহার মার্কেটের নেটকম নামক ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, মিজানুর রহমান মোবাইল ব্যবসার আড়ালে বিভিন্ন ব্যবসায়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে ১ কোটি টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাত করেছেন। এ সংক্রান্ত ৮টি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

পূর্ববর্তী নিবন্ধসেন্টমার্টিনে চলছে জোর মাইকিং
পরবর্তী নিবন্ধজামিন পেলেন ইমরান খান