রাউজানে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, আক্রান্ত নারীর মৃত্যু

রাউজান প্রতিনিধি | শনিবার , ১৩ মে, ২০২৩ at ৬:২৫ পূর্বাহ্ণ

তীব্র গরমে রাউজানের প্রায় প্রতিটি গ্রামে এখন ডায়রিয়ার প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বেড়ে গেছে। গত বৃহস্পতিবার উপজেলার বাগোয়ান ইউনিয়নের গশ্চি গ্রামে মাহমুদা খাতুন (৪০) নামের এক নারী ডায়রিয়া আক্রান্ত হয়ে মারা গেছেন। দুই সন্তানের জননী মাহমুদা ওই গ্রামের তসলিম উদ্দিনের স্ত্রী। দক্ষিণ রাউজানের নোয়াপাড়া পথেরহাটের পাইওনিয়ার হাসপাতালের কর্মকর্তা ওসমান গণি বলেন, গত এক সপ্তাহ থেকে ডায়রিয়া আক্রান্ত রোগীর চাপ বেড়েছে। অনেকেই চিকিৎসা শেষে ভালো হয়ে বাড়িতে ফিরলেও প্রায় প্রতিদিন নতুন সংক্রমিত রোগি এসে ভর্তি হচ্ছে। আক্রান্তদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। হাসপাতালের চেয়ারম্যান শিশু রোগ বিশেষজ্ঞ ডা. ফজল করিম বাবুল বলেন, তীব্র গরমের মধ্যে খাদ্য ও পানীয় পানে সতর্কতা অবলম্বন না করার কারণে অনেকেই ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। প্রায় প্রতিটি সরকারি বেসরকারি হাসপাতালে এখন রোগীর চাপে চিকিৎসক নার্স সকলেই সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন।

উপজেলার নোয়াপাড়া পথের হাটে অবস্থিত দুটি বেসরকারি হাসপাতাল পাইওনিয়ার ও কসমিকে গিয়ে দেখা যায় দুটি প্রতিষ্ঠানে ডায়রিয়ায় আক্রান্ত রোগির সংখ্যা বেশি। হাসপাতালের নির্ধারিত সিটের বাইরে অনেককেই চিকিৎসা দেয়া হচ্ছে ফ্লোরে রেখে। একই অবস্থা দেখা গেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সরকারি এই হাসপাতালে গতকাল শুক্রবার দুপুরে পরিদর্শন করতে গিয়ে দেখা যায় এখানেও বেশিরভাগ রোগী ডায়রিয়ায় আক্রান্ত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ চয়ন চন্দ্র বড়ুয়া জানান, গত বৃহস্পতিবার সকালে ১২ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী চিকিৎসা শেষে হাসাপাতাল ছাড়েন। গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে ১২ জন। এরমধ্যেই ৫ জন নারী, এক শিশু ও ৬ জন পুরুষ।

পূর্ববর্তী নিবন্ধচবিতে পরীক্ষা চলাকালে খসে পড়ল ফলস সিলিং
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিনে চলছে জোর মাইকিং