রবিবারের এসএসসি পরীক্ষা স্থগিত

আজাদী অনলাইন | শুক্রবার , ১২ মে, ২০২৩ at ৯:৫২ অপরাহ্ণ

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উপকূলের দিকে এগিয়ে আসায় পাঁচ শিক্ষা বোর্ডে আগামী রবিবারের (১৪ মে) এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার আজ শুক্রবার (১২ মে) রাতে এ তথ্য জানান।

তিনি বলেন, “চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১৪ মে অনুষ্ঠেয় পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্যান্য বোর্ডে ওই দিনের পরীক্ষা যথারীতি হবে।”

রবিবার সকাল ১০টা থেকে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের পদার্থ বিজ্ঞান, মানবিক বিভাগের পরীক্ষার্থীদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।

অধ্যাপক তপন বলেন, “পাঁচ বোর্ডের ক্ষেত্রে এসব পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।”

আরো পড়ুন
চট্টগ্রাম-কক্সবাজারে ৮ নম্বর মহাবিপদ সংকেত (লাইভ আপডেট দেখুন)

পূর্ববর্তী নিবন্ধস্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নেই : আমিনুল ইসলাম
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম-কক্সবাজারে ৮ নম্বর মহাবিপদ সংকেত (লাইভ আপডেট দেখুন)