ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান বেশ কঠিন হলেও তা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। বুধবার বসনিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে তিনি একথা বলেন বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। দীর্ঘ সাক্ষাৎকারে পেসকভ বলেন, রাশিয়া সফলতার সঙ্গে ইউক্রেনের সামরিক শক্তির মারাত্মক ক্ষতিসাধন করতে পেরেছে এবং এই কাজ অব্যাহত থাকবে। সাক্ষাৎকারে তিনি ইউক্রেন সংঘাত নিয়ে মস্কোর ভাষ্যের অনেক কিছু পুনর্ব্যক্তও করেন বলে জানিয়েছে গার্ডিয়ান। বিশেষ এই সামরিক অভিযান চলবে। এটা বেশ কঠিন অভিযান, অবশ্য এতে এক বছরে সুনির্দিষ্ট কিছু লক্ষ্যও অর্জিত হয়েছে, পেসকভ এমনটাই বলেছেন বলে জানিয়েছে তাস। খবর বিডিনিউজের।
ইউক্রেন ধারাবাহিকভাবেই রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা উত্তরের অঞ্চলগুলোতে গোলাবর্ষণ করে যাচ্ছে, এটাই সংঘাত অব্যাহত রাখা এবং কিয়েভপন্থি বাহিনীকে আরও দূরে সরিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরছে, পেসকভ এ কথা বলেছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। আমরা ইউক্রেনের সামরিক শক্তিকে অনেকখানি দমাতে পেরেছি, এই কাজ অব্যাহত থাকবে, বলেন ক্রেমলিনের মুখপাত্র।