রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ চট্টগ্রাম জেলা সম্মেলন কাল

| শুক্রবার , ১২ মে, ২০২৩ at ৫:৫০ পূর্বাহ্ণ

জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সম্মেলন উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠান নানান আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে।

সকল সাড়ে দশটায় সংগীতের পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করবেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সহসভাপতি ডা. সারওয়ার আলী। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনের সভাপতিত্বে সভায় আলোচক থাকবেন, অধ্যাপক ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, অধ্যাপক রীতা দত্ত, ফেরদৌস আরা আলী, শিল্পী শীলা মোমেন, শিল্পী বুলবুল ইসলাম। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সন্ধ্যা ৬টায় দ্বিতীয় অধিবেশনে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ রাঙামাটি ও চট্টগ্রাম জেলা শাখার শিল্পীদের পরিবেশনায় গীতিআলেখ্য ও নৃত্য পরিবেশিত হবে। রাত ৮টায় একক সংগীতে অংশ নেবেন রবীন্দ্র সংগীত শিল্পী বুলবুল ইসলাম, ঝুমা খন্দকার, শ্রেয়সী রায়, মহুয়া মঞ্জুরী সুনন্দা।

জাতীয় সংগীতের পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হবে। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক ড. অনুপম সেন সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম চেম্বারে চারদিনের এসএমই মেলা শুরু কাল
পরবর্তী নিবন্ধ২০ মে থেকে ৬৫ দিন সাগরে মাছ ধরা নিষিদ্ধ