চট্টগ্রাম চেম্বারে চারদিনের এসএমই মেলা শুরু কাল

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১২ মে, ২০২৩ at ৫:৪৮ পূর্বাহ্ণ

নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আগামীকাল থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী ৫ম এসএমই ফেয়ার। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে এই মেলার আয়োজন করছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)

গতকাল বেলা ১১টায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।

তিনি বলেন, মেলায় প্লাস্টিক, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি পণ্য ও কৃষি প্রযুক্তি, হ্যান্ডিক্রাফটস, জামদানি, বুটিকস, প্যাকেজিং, প্রক্রিয়াজাত খাদ্য, ড্রাইফিশ, পর্যটনসহ বিভিন্ন খাতের উদ্যোক্তা তাদের নিজস্ব পণ্য নিয়ে অংশগ্রহণ করছে। এসএমই মেলার বিগত আয়োজনগুলোতে আমরা চেষ্টা করেছি, বিদেশী উদ্যোক্তাসহ দর্শনার্থীদের মেলায় অংশগ্রহণ নিশ্চিত করা। যে কারণে আন্তর্জাতিক এসএমই মেলা হিসাবে এর নামকরণ করা হয়েছে। আপনারা জেনে আনন্দিত হবেন, এই মেলায় অংশগ্রহণকারী অনেক প্রতিষ্ঠান বর্তমানে বিদেশে তাদের নিজস্ব উৎপাদিত পণ্য রপ্তানি করছে। আমাদের এই মেলার প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রান্তিক উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যে নতুনত্ব ও প্রযুক্তি সংযোজনের মাধ্যমে স্বনির্ভরতা প্রকাশের মাধ্যমে দেশীয় ব্যবসা সমপ্রসারণ এবং রপ্তানির মাধ্যমে জাতীয়

অর্থনীতিতে যাতে উল্লেখযোগ্য অগ্রগতিতে সহায়ক ভূমিকা পালন করা যায়। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় ৫০ প্রতিষ্ঠানের ৬০টি স্টল থাকবে। মেলা সবার জন্য উন্মুক্ত।

তিনি আরো বলেন, আগামী শনিবার বেলা ১১টায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী। উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক এবিএম জহুরুল হুদা এবং এসএমই ফাউন্ডেশনের এমডি ড. মো. মফিজুর রহমান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চেম্বার পরিচালক একেএম আকতার হোসেন, অহীদ সিরাজ চৌধুরী স্বপন প্রমুখ।

মেলার প্লাটিনাম স্পন্সর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। কো স্পন্সর ইসলামী ব্যাংক লিমিটেড।

পূর্ববর্তী নিবন্ধসাময়িক হিসাবে জিডিপি প্রবৃদ্ধি কমে ৬.০৩%
পরবর্তী নিবন্ধরবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ চট্টগ্রাম জেলা সম্মেলন কাল