পটিয়া পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক রাশেদ কবির আরমান (৬০) গত বুধবার দিবাগত রাতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না–লিল্লাহে…..রাজিউন। তিনি স্ত্রী দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল বৃহস্পতিবার দুপুরে পটিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ড আলিমুদ্দন ঈদগা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক এমপি সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলম, সাধারণ সম্পাদক আয়ুব আলী, পৌরসভার যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান, গাজী আমির, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।