মাদক মামলায় একজনের ছয় বছরের কারাদণ্ড

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১২ মে, ২০২৩ at ৫:২৩ পূর্বাহ্ণ

নগরীর কেসি দে রোডের সিনেমা প্যালেসের সামনে থেকে আড়াই হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় একজনকে ছয় বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। মো. আবদুল মোতালেব নামের কারাদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তি কঙবাজার জেলার টেকনাফ থানার হোয়াইক্যং এলাকার বাসিন্দা। গতকাল চট্টগ্রামের ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. নোমান চৌধুরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন। আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ১৩ জানুয়ারি মো. আবদুল মোতালেবের বিরুদ্ধে মামলাটি দায়ের করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এজহারে বলা হয়, উদ্ধারকৃত ইয়াবাসহ মো. আবদুল মোতালেবকে গ্রেপ্তার করা হয়। আদালত সূত্র আরো জানায়, এ মামলায় একই বছরের ৭ ফেব্রুয়ারি মো. আবদুল মোতালেবের বিরুদ্ধে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা। এরপর ২০২০ সালের ২৭ অক্টোবর তার বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধস্ত্রীসহ প্রেমিকের বিরুদ্ধে চার্জগঠন, বিচার শুরু
পরবর্তী নিবন্ধবাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিতীয় ম্যাচ আজ