শনিবার থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এসএমই ফেয়ার শুরু

| বৃহস্পতিবার , ১১ মে, ২০২৩ at ১২:১১ অপরাহ্ণ

আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শনিবার (১৩ মে) শুরু হচ্ছে চার দিনব্যাপী পঞ্চম এসএমই ফেয়ার। চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এ মেলার আয়োজন করছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় ৫০ প্রতিষ্ঠানের ৬০টি স্টল থাকবে।
শনিবার সকাল ১১টায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক এবিএম জহুরুল হুদা এবং এসএমই ফাউন্ডেশনের এমডি ড. মো. মফিজুর রহমান।

বৃহস্পতিবার (১১ মে) বেলা ১১টায় আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

তিনি বলেন, এ মেলার উদ্দেশ্য প্রান্তিক উদ্যোক্তাদের নিজস্ব পণ্যে নতুনত্ব ও প্রযুক্তি সংযোজনের মাধ্যমে স্বনির্ভরতা, দেশি ব্যবসা সম্প্রসারণ এবং রফতানিকরণ যাতে জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতিতে সহায়ক ভূমিকা রাখা যায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চেম্বার পরিচালক একেএম আকতার হোসেন, অহীদ সিরাজ চৌধুরী স্বপন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঘূর্ণিঝড় মোখায় রূপ নিলো গভীর নিম্নচাপ, ২ নম্বর হুঁশিয়ারি সংকেত
পরবর্তী নিবন্ধ৭ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৩ লাখ ইয়াবাসহ আটক ২